Khoborerchokh logo

পীরগঞ্জ প্রেসক্লাবে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 276 0

Khoborerchokh logo

পীরগঞ্জ প্রেসক্লাবে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত



পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  রংপুরের পীরগঞ্জে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ জি এম মাসুদ সরকার মজনু সাথে ইউএনও অসৌজন্য মুলক আচরণ ও শিক্ষা বিভাগের প্রকোশলী রংপুর পীরগঞ্জের উপ-সহকারী প্রকোশলী আবু সাঈদ আকন্দ কতৃক সাংবাদিক আব্দুল করিম সরকারে নামে মিথ্যা ও চাঁদাবাজি মামলার প্রত্যাহারের দাবিতে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব সর্দার নুরুন্নবী রবু সভাপতিত্বে তৃীব নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফনিভুষন রায় অমিতাব, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক জয়ভিশন পত্রিকার প্রকাশক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ জি এম মাসুদ সরকার মজনু, সিনিয়র সাংবাদিক সেবু মোস্তাফিজ, সহ-সম্পাদক নজরুল ইসলাম সর্দার, সহ-সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব, কোষাধক্ষ্য এমদাদুল হক, দপ্তর সম্পাদক শিহাবুর রহমান শিহাব, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সাংবাদিক আব্দুল করিম সরকার, মনিরুজ্জামান মনির, জহুরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, সেকেন্দার আলী, সেলিম মিয়া, রবিউল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, ইউএনও সাম্প্রতিক সময়ে ক্ষমতার অপ্রব্যবহার করে উপজেলা পরিষদ চত্তরে ট্রেন্ডার ছাড়াই বড় বড় গাছের ডাল পালা কর্তন করে, পাশাপাশি উপজেলা চত্তরের ভিতর দিয়ে মেডিকেল আসার জন্য জন সাধারণের চলাচলের রাস্তা বন্ধ সহ উপজেলা কবি হেয়াত মাহমুদ স্কুলের কোমল মতি ছাত্র ছাত্রীদের যাতায়াতের ব্যাঘাত ঘটায়। এ নিয়ে উপজেলা সুধী-মহলের সমলোচনা ঝড় উঠেছে। সুধী-মহলের অভিমত ইউএনও ক্ষমতার অপব্যবহার করছেন । এ ব্যাপারে ইউএনও সাথে কথা হলে তিনি বলেন এটি একটি সংরক্ষিত এলাকা, কাজেই এর মধ্যে দিয়ে কাউকে রাস্তা দিতে পারিনা বলে জানান।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com